সত্যি কারো প্রেমে কভু
না জানি কি পড়েছিলাম?
কারো মনে কি কখনো
ভালবাসার সুখ খুঁজে ছিলাম?
কখনো কি প্রিয়র আঁচল,
কিংবা তার চোখের কাজল,
নুপুর পায়ের রুমুর-ঝুমুর
কিংবা অভিমান বা ছল-
স্বপ্নেও কি সাজিয়ে ছিলাম?
কিংবা তার দুহাত ধরে,
হেঁটেছি কি নদীর পাড়ে?
ভালবাসার ঢেউ গুনিনি-
মহাসাগর বালির চরে!
কানের কাছে ফিসফিসিয়ে
চাইনি কভু বলতে কথা,
স্বপ্নেও কেউ আসেনিকো
এমনি এক লাজুকলতা!
কার অপেক্ষাতে বসেছিলাম? (!)
কেউ কখনো ভালবেসে-
না তো কভু চায়নি কাছে!
এ মনেও হয়নি সাহস
ইচ্ছে করে ভালবাসে…
এ আমি ঠিক সে-ই ছিলাম!
এখন শুধু লাজ ভেঙ্গেছে,
আগের মতই রয়ে গেলাম!
বদলেনি সে মনের চাওয়া,
হয়নি পূরণ ইচ্ছে গুলো।
স্বপ্ন মনের সাজায়নি আর,
সে একি আছে এলোমেলো…
ঘুমিয়ে আমি অপেক্ষাতে
স্বপ্ন প্রিয়াও আর আসেনি।
('স্বপ্ন প্রিয়া' আমার একটি ধারাবাহিক কবিতার নাম। এ নামে আমি ৩০+ কবিতা লিখি, যা আর অনেক দিন ধরে লিখা হয়নি)
তার কবিতাও থমকে আছে-
কলম হাতে আর তুলিনি!
সব যেন আজ ভুলেই গেলাম!
যদি সবাই ছেড়ে চলতে পারে
পথের দেখার স্মৃতি ভুলে।
আমিও যে চাইনি কিছুই-
কষ্ট কিসের থাকতে ভুলে?
আমিও পথে পা বাড়ালাম!
আমিও প্রেমিক সাজতে জানি-
ছেড়ে চলাও শিখে গেলাম!