আসছে সময় রাত জাগার,
দিনের বেলায় নাক ডাকার!
ঝগরা-ঝাটি কে সেরা?
কে সুন্দর? মুখ পুড়া?
কার পায়ে বল? কোটি চোখে-
বিশ্ব কাপের যাদু দেখে!
জয় হবে এক শাহীনশার!
অন্য সবে সাজবে ভাঁড়!
সবাই বলে সে সেরা,
কেউ গাধা বা কে ভেঁড়া!
মেসি-নেইমার-রোনাল্ডো,
ওজিল-ফার্সি-দিয়েগো,
কে কাঁপাবে বিশ্বকাপ?
তর্ক চলে বাপরে-বাপ!
সব নিয়ে হয় বাড়া-বাড়ি,
দল নিয়ে সব ছাড়া-ছাড়ি!
ব্রেকাপ পেমিক-প্রেমিকার!
কেউবা বাঁধে ভাঙ্গে ঘাঁড়!
আর্জেন্টিনা কিংবা ব্রাজিল,
সাপোর্টাররা যুদ্ধে সামিল,
যাহোক যে হোক বড় ভাঁড়,
মানতে হবেই শেষে হার!
ফাইনালে সেই তর্ক ছাপ!
কারো একার হবে বিশ্বকাপ!