বিলাসী মনের অস্থিত্ব সব সময় সংকটের মুখে।
ভালবাসার পূর্ণতায় সে সুখ খোঁজেনা,
জীবনের আড়ালে তার অমরত্বের লোভ অনাকাঙ্কিত-
মৃত্যুকে চ্যালেঞ্জ করে বসে! চাই আধিপত্য!
লালসার মোহে অপূর্ণতায় থেকে যায় সুন্দর বরণ।
স্বর্গের সুখ যেন চির সুখ নই, সব বৃথা আয়োজন!
মনের ক্যানভাসে যে ছবি আঁকা হয় রূপকথার-
চোখে দেখা সৌন্দর্য্যের চেয়েও তা দ্বিগুণ সুন্দর।
মনের চক্ষু স্বপ্নের সীমানা ছাড়াতে পরিপক্ব!
এক সময় সব থেমে যায়, জীবন যখন এসে দাঁড়ায়
সময়ের শেষ প্রান্তে, মনের অজান্তে মন মেনে নেয়,
স্বপ্নের রং সাদা-কালো! মৃত্যুর অমরত্ব অনন্ত!
শেষ বেলার ডাকে ঘরে ফিরা মানে স্বপ্নের ক্লান্তি
মনও ক্লান্ত, এক সময় শেষ হয় সব আধিপত্য!