বার বার ইচ্ছে করে চলে যাব-
অনেক বার চলে যাব বলেও যাওয়া হয়নি
ইচ্ছে হলেই তো আর যাওয়া যায়না!
তাই মনের এ অভিমান নিরবে লুকোই
আঁধারের পথ চলা চলি একা একা!
সাথে থাকি অনেকের, কেউ সাথী হয়না!
যে ভিরে একার মিছিলে পথ খোঁজা দায়।
সেখানে কাকে বল বলে যায় বিদায়?
সময়ের অবকাসে, হেয়ালী স্বপ্ন হাসে,
ভালবাসা কে বাসে সত্য থাকে অজানা!
পথিকের পথ চলা থেমে থাকেনা!
আজ আর পথিকেরা কেউ সুখী নেই,
ভালবাসা-বন্ধুত্ব পথে হারিয়েই-
স্বপ্ন দেখা ভুলে, জীবন বয়ে চলে-
গ্লানী, মনের কুলশিতা আর মুছা যায়না!
কালো মন গুলো আর সাদা হয়না!