তোর ইচ্ছে হলে ফুল হাসুক,
স্বপ্ন তোকেই ভালবাসুক,
আলোর মিছিল নিয়ে আসুক
কোটি নতুন তারা!
মহাশূন্যের শূন্য জুড়ে-
সুন্দরে সেজে উঠুক ভরে,
তোর স্বপ্ন সুখ আনন্দে
হোক জগৎ মাতোয়ারা!
শুভ হোক তোর সকল ইচ্ছে
স্বপ্ন কিংবা আশা!
তোর আকাশ জুড়ে স্বপ্ন খেলুক
অনেক-অনেক ভালবাসা!
রংধনু তোর রঙিন মনে
চির হোক স্বযতনে-
এমন খুশি ছড়িয়ে পড়ুক
পুরোক মনের আশা!
তোর স্বপ্ন সবি শুভ হোক! বন্ধু তোকে-
অনেক-অনেক ভালবাসা!