আলো কোন কালে পেয়ে হারিয়েছ-
হে নতুনের পথিকেরা?
আজ কী আহলাদ অপূর্ণতায়-
অসময়ে দিশেহারা?
আজো কাল আছে বাঁকি!!
সুদাসলে ঋণ শোধ করে দিও
যে টুকু দিয়েছ ফাঁকি!
বিজয়ীর বেশে যাঁরা আজ হাসে
তাঁরা নিজেকে করেছে প্রমাণ!
মানুষের জয় শ্রম-জুড়ে আসে
সাধনায় দাও ধ্যান!
যে স্বপন মনে জড়ায়েছ তুমি
এ পরাজয়ের অভিমান-
ভুলে যাও তুমি তুলে নাও কন্ঠে
নব সফলতা জয়োগান!
তুমি হতাশার কালো চাদর মুড়িয়ে
আর নিজেকে দিওনা ফাঁকি!
জীবনের জয় মরে যেতে যেতে আসে
বাঁচার আরো সংগ্রাম বাঁকি!
যাঁরা ভাল রেজাল্ট করেছ অভিনন্দন! আর যাদের ইচ্ছে পুরন হয়নি! উপরের কথা গুলো তাদের জন্য! তোমরা সবাই আমাদের সোনালী স্বপ্ন! আশা করি কোন বাঁধায় তোমাদের হারাতে পারবেনা! সবার জন্য শুভ কামনা!