পড়ে আছি শুকনো মরুর জ্বলন্ত বুকে।
শ্রেষ্ঠ হওয়ার কোন অনাঙ্কাকিত স্বপ্নের-
লালসায় নয়, নেই অসীম সুখ চাওয়া স্বপ্ন চোখে।
আমি বেদনার নীলে স্বপ্ন সাজিয়েছি
কেক্টাসের ছায়াতেই বেঁচে আছি সুখে!
আমি স্বপ্ন সাজিয়েছি পাথরের বুকে…
পাহাড়িয়া ঝর্ণার ছল ছল জলে ক্ষয়ে ক্ষয়ে
যায় চিরকাল- স্বপ্নের সে ছবিও গিয়েছে বুজে।
আমি- তবু জাগি সুর তুলে পাষাণ এ বুকে।
ক্ষয়ে সব স্বপ্ন বাঁচি হাসি মুখে!
আমার মনে হয় কষ্টের কোন রং হয়না!
নীল জুড়ে স্বপ্নের রংধনু চুরি করা মেঘ-
মনের কোনে জমে থাকা স্মৃতির মত!
অভিমান-পিছুটান-ভালবাসার বায়না!
তবুও সুখ খুঁজি সেই স্মৃতি সুখে!
সুখে বাঁচি স্বপ্ন-সমাধির বুকে!
জীবন শেষ না হলে কিছুই- শেষ হয়না!