তুমি কে?
আমি পথের ছেলে পুটপাতে দিন যায়!
শরীরে যা আছে তা তো তিক্ততা, অত্যাচারের জখমে
শুকিয়ে জমে যাওয়া মাংসপিন্ড!
তবুও আমি ভালবাসতে জানি,
কিন্তু কেউ আমায় ভালবাসেনা!
তুমি কে?
আমি টুকাই-
পথে-পথে ফিরি জীবনের আবর্জনা খোঁজে!
যারা খেয়ে বেঁচে গেলে ফেলে ডাষ্টবীনে,
এ শরীর বেড়ে উঠে তারি করুনায়!
তবুও আমি হাসি সুখে ভালবাসি!
কেউ আমায় ভালবাসেনা, কেউ না!
তুমি কে?
আমি জিঞ্জির বা ভাঙ্গা খাঁচায় জুড়ে থাকা শিকল।
আমার হাঁড়ে-হাঁড়ে কাঁদে স্বাধীনতা-
মুক্তির বারতা আসে আমায় ভেঙ্গে-ছুড়ে
আমি মুখি ভালবাসি, মুক্ত মন!
তবুও কেউ আমায় ভালবাসেনা, কেউ না!