হাসলে মন ভাল হয়, বুঝানো যায় আমি ভাল আছি।
হৃদয়ের গভিরে লুকানো ব্যথার সমাধি-
কষ্টের শিকল পায়ে দুঃখের জিঞ্জিরে বন্দী-
স্মৃতির মুক্তি না মিললেও, মুক্ত হওয়া যায়,
এ পাগল মন যখন হেসে বলে, এই সব ভালবাসি!
আমি হাসি-
হাসলে মন ভাল হয়, বুঝানো যায় আমি ভাল আছি।
পর হতে যাওয়া আপন গুলো আমার দুঃখে হাসে,
আমার সুখ-আনন্দে ওদের বড় ঈর্ষা, ঠিক আমার মতো,
ঈর্ষা আমারো লাগে! আমায় ছেড়ে যখন প্রিয় মুখ গুলো-
ভুলে থেকে আমায় খুব ভাল থাকে। ঈর্ষা হয়!
ভাল মানুষ সাজতে কঠিন সত্য গুপনে মুখোশ পড়ে
নিজের মুখ আড়ালে ঢাকিনা, দেখিনা আয়নায় নিজেকে-
জানি এ মুখোশের আড়ালের মুখে ভয়াবহ ভয়।
আমি এ ভয় তাড়িয়ে খুলস পাল্টে সত্যের মুক্তিতে সচ্ছ বাঁচি!
আমি হাসি-
হাসলে মন ভাল হয়, বুঝানো যায় আমি ভাল আছি।
অন্তর আত্মার সুখ আমি সাজায় স্বপ্নের রং তুলি হাতে।
ভালবাসার কুড়েঘরের ভাঙ্গা চাল বেয়ে চাঁদের কিরণ
আমাকে ছুঁয়ে দিয়ে শান্তনা দেয়, এ রূপকথা!
ভুলি প্রিয় হারানোর ব্যথা! খুলে স্মৃতির পাতা,
সুখ ভালবাসি! স'য়ে জীবনের যাতনা, বেঁচে আছি!
আমি সব কিছু ভুলে নীল বেদনায় আকাশের নীল সুখে হাসি!
হাসলে মন ভাল হয়, বুঝানো যায় আমি ভাল আছি।