তোমাকে যেদিন ভালবেসেছিলাম
সেদিনি হারিয়ে ফেলেছিলাম!!
তবুও কেন না জানি বার-বার ফির
আমার হয়ে (?) না না আমার হয়ে নয়!
আমাকে তোমার করে নিতে ফির!
জানিনা, এ কিসের খেলা?
এ কোন খেলায় মাত তুমি?
এ কেমন ভাললাগা তোমার?
কোন আলো-আশার প্রদীপ জ্বলে?
আমার মনে! আমার ভালবাসায়-
আমার সবকিছু জুড়ে-
শুধু তুমি আর তুমি!
তবুও কেন যেন শূণ্যতা মনে?
তুমি নেই!! তুমি নেই?? সত্যি-
তোমাকে তো আমি হারিয়ে ফেলেছি সেদিন!
প্রথম যেদিন ভালবেসেছি তোমায়!
তবুও আছ তুমি! নেই! স্বপ্নে জুড়ে-
হঠাৎ হও আমার! হঠাৎ নেই!
এই যে পাশে বসে! এখন আবার নেই!
কেন জানিনা! কেন এমন হয়!(?)
(১৯/১১/১৩)