মানুষ গুলোই জেন্ত হয়ে উঠছে পশু-
রক্ত চক্ষু চারপাশে সব ভয় বাড়ায়।
ভালোবাসায় লোভ দেখানোর লাভ কিসে?
কে কাকে নেয় বুকে টেনে হাত বাড়ায়?
রক্ত পিয়াস বেড়েই চলে সব মনে...
এ যেন এক মহামারি রোগ ছড়ায়-
এই ছোঁয়াছে মুখোশ গুলো মন পুড়ায়
আজ সে জেগে সন্ধ্যা তারায় এক মনে-
আজ কার আবার পুড়ছে কপাল কে জানে!