বিষণ্ণ একটা পৃথিবীতে বাস করছি
কোন সম্পর্কয় নিরাপদ থাকছেনা।
লালসায় যারা সব লুটে নিতে ঘুরে ফেরে
তারা আমাকেও লুটে নিতে ছাড়ছেনা!
এটা কি শুধুই একটি অভিযোগ?
আমার দিকে যে আঙ্গুল গুলো উঠছে
তারা কি তাদের মত ভাবছে আমাকে?
আমার দূরত্বে থাকা কি তাদের ভাবায় না?
উদ্দ্যেশ্য চরিতার্থতা করতে না পারা হায়না গুলো
কানে আগুন ঢেলে চাইছে সব ধ্বংস করে দিতে।
পাছে যারা বলে রোজ, তারা কি জানে?
সংসারে উৎসর্গ সারাটি জীবন যার-
সংসার ধ্বংস করা তার কর্ম না।।
আমি অনিয়মে চাইনি কিছুই নাগালে পেতে-
যারা এসেছে হৃদয়ের হয় পারিনি ফিরিয়ে দিতে।
তারা একদিন ফিরে গিয়েছে লুপপাট করে-
আমাকে ছুড়ে ফেলেছে এমন করে যেন আবর্জনা!
তবুও যেন বেঁচে থেকে পাপ করে ফেরা হয়-
পূণ্য হলো কই? আবারো অভিমান ভুলে সাথে চলা হয়।
আজ শেষ ধৈর্য ধারণ, ক্লান্ত হৃদয় বলে আর না।
আজ যদি সাপ মুক্তি মেলে
তবে আর কখনো পরোপকারী হয়ে সেবা করে ফিরব না।
অনেক হয়েছে আর না।