দালান গুলো মিথ্যে স্বপ্ন দেখায়
চারপাশে রোজ সবুজ ধ্বংস করে।
ইটপাথরে জীবন্ত মন গুলো
বন্দীদশায় স্বপ্নে ঘুরে ফেরে!

কাঁচের বাক্সে সবুজ সাজায় রোজ
ছাদের বুকে টুকরো জমিন চাই।
মিথ্যে সবুজ সুখের অভিনয়
দায় এড়ানোর এমন ভালোবাসায়!

মানুষ গুলোই জীবন্ত ভুত রাজে!
মুখোশ গুলোই মিথ্যে মায়ার রূপ!
হাসির বুকে লুকনো শোক কায়া
জীবন যুদ্ধ মানেই মনের অসুখ!

কষ্ট গুলোর রকম সকম আজব
পাথর বুকে ফুল ফুটনোর লোভ!
নকল ফুলের বাগান দেয়াল জুড়ে
আল্পনাতে সুগন্ধীর খোঁজে ক্ষোভ!

রঙিন খামের পর্দায় চোখ রেখে
ওরা ভাবে স্বপ্নের মত বাঁচি!
ঘুণে ধরা যৌবন পৃথিবীর
আগ্নেয়গিরির মুখে বসে হাসি!

ধ্বংস যজ্ঞের যুদ্ধ লড়ি রোজ
বলছি আরো স্বপ্নের খোঁজ করি!
দেয়াল তৈরি হচ্ছে কাঁটাতারের
সীমান্তে রোজ পৃথীবি ভাগ করি!

প্রকৃতির সব সম্পদ বলি নিজের
ভোগের লোভে রক্ষক সাজা হয়!
বিলুপ্ত প্রায় কত প্রাণ আর প্রাণী।
তাদের রক্ষায় চলছে অভিনয়!

পথের ধারে মানুষ শিশু ঘুমোই
বিড়াল ছানায় আদর যত্ন সব!
সব আপেক্ষিক তর্ক বাজের কাছে
সত্য বললেই করতে আসে বধ!

মাটির বুকের রাস্তা এখন পাকা
মাটির বুকে মাটিতে পা না পড়ুক।
ওরা ভাবে মঙ্গলে বাস হবে
শুকনো পাতায় সবুজ ঝরে পড়ুক।

কাঁচের দেয়াল প্রতিচ্ছবি আঁকে
পৃথিবী আগলে রাখে ধ্বংস হওয়া সব।
অতীত দেখে বিষ্ময় জাগে মনে
প্রকৃতি কত রাবন করল বধ!

আমরা মানুষ মহাপ্রাণা হয়ে বাঁচি
সর্বোত্তম সর্বজয়ী জাতি।
আমরা মরবো মারতে মারতে রোজ
স্বপ্নের মত পাল্টে দেব বাজি!!

কত নতুন স্বপ্ন দেখা হয়
হৃদয় কত সবুজ বাঁচিয়ে রাখে।
হায়েনা গুলোর মানুষ হয়ে বাঁচায়
শয়তানি সুর মধুর হয়ে সাজে-

দেখাই রোজ প্রযুক্তি বিষ্ময়-
নতুন যুগের নতুন স্বপ্ন জয়।
আমার শুধু সবুজের সুখ চাই
ছাদের বুকের টুকরো সবুজ নয়।

সবুজ ঘাসে শিশির ভেজা পায়ে
মাটির কাছাকাছি চাইছি সুখ।
আমার হৃদয় কাঁচামাটির থাক
আর রক্ত মাখা হৃদপিন্ডের বুক!

পেসমেকারের জীবন চাইনা আমি
চাইনা অক্সিজেনের বোতল মুখে বাঁচি।
শ্বাস প্রশ্বাসে সবুজের ঘ্রাণ চাই
আর ফিরে চাইছি বুনোফুলের হাসি।।