ছোট থেকে পড়ে আসতেছি বাংলাদেশ একটি-
উন্নয়নশীল দেশ। আজ আমার বয়স ছাব্বিশ...
এতটা বছর ধরে এমন হাজার উপমার সত্যতা
মিলতে সময় পেরুলো বয়সের সাথে পাল্লা দিয়ে।
কেউ আজ আমাকে সার্টিফিকেট দেয়
শিক্ষা, রিচার্জ কিংবা ধারণা প্রমাণে সত্য
হবে কথা নেই, এই বুঝতে বয়স পেরিয়ে গেল!
সব শিক্ষা ও শিক্ষকদের কুর্নিশ....
আজ আমার বয়স ছাব্বিশ...
পশ্চিমাদের নারী স্বাধিনতাবাদী মহাপুরুষেরা হঠাৎ
করে "মি টু" হ্যাসট্যাগে প্রশ্নবিদ্ধ।
ছোট থেকে যা দেখেছে নেত্র প্রশ্রয় নয় প্রহসন ছিল,
কে জানতো গতরের ক্ষতে কে কত জ্বলত অহর্নিশ।
আজ আমারও বয়স ছাব্বিশ...
আমার লজ্জা স্বাধিনতাবাদ বস্ত্রহরণ গাত্রদাহে-
কেউ পশুত্ব প্রশ্রয় দেয় কারো সম্ভ্রম হরণ করায়!
পোশাকের দোষ! ধর্ম আইনে বলেছে বলেই পোশাক
মানেই রাজনীতির ভোজ! নারীর দেহেয় সভ্যতাবাদ-
নারী স্বাধীনতা পর্দা প্রবাদ আজ প্রশ্রয় না প্রহসন?
শিক্ষা, রিচার্জ কিংবা ধারণা প্রমাণে সত্য
হবে কথা নেই, এই বুঝতে বয়স পেরিয়ে গেল!
এসব শিক্ষা-শিক্ষক আর যুক্তি-তর্ককে কুর্নিশ....
আজ আমার বয়স ছাব্বিশ...
আজ ব্যক্ত বক্তব্যে সহনীয় পরিমাণে ঘুষ মতবাদ-
ভাইরাল হয়। আর গঠনমূলক সমালোচনা রাবিশ!
বদলে যাওয়ার এ উন্নয় আর উন্নতির চিন্তাধারায়-
সব ভাইরাল মুক্ত চেতনা শুধুই বিনোদন-
বয়সের সাথে বুঝাও বেড়েছে- বাড়ছে জ্ঞাণ-
গুণীজন সব প্রতিবন্ধী- দেশও তো পেরুলো চল্লিশ...