নিঃস্থব্ধতার সংজ্ঞা খোঁজা নিষিদ্ধ হোক।
নিষিদ্ধ হোক ব্যস্ত শহর। আমার সমস্ত ভাবনায়
শূণ্যতার মহাশূণ্য জুড়ে সব গ্রহ-নক্ষত্র নিষিদ্ধ হোক।
আমার জন্য নিষিদ্ধ হোক সব ভালবাসার আয়োজন।
ওরা ছেড়ে চলে যেতে পিছুটান ভুলেছে-
যাঁরা ফিরে আসবেনা বলে চলে গিয়েছে শেষ বিদায়ে।
তাঁদের ভালবাসা অনন্ত হোক, আর তাঁরা জান্নাতি।
আর যারা অবহেলায় আমাকে নিঃস্ব করেছে-
চারপাশে সবার ভিড়ে একাকী করে ছেড়েছে-
তাদের ফিরে আসা নিষিদ্ধ হোক,
তাদের ভালবেসে মনে রাখা নিষিদ্ধ হোক,
নিষিদ্ধ হোক তাদের স্মৃতি ফিরে দেখা,
স্বপ্ন-কল্পনায় তাদের জন্য সব আয়োজন নিষিদ্ধ হোক।
তাদের কাছে আকুতি গুলো কবিতা হয়ে গেল!
চিরকুট গুলো মিছে নিবেদন মাত্র, মনোরঞ্জক!
উপমেয় শব্দ কম পড়ে যাওয়া মনের ভাব গুলো
বুঝাতে যাওয়াও ছিল ব্যর্থ পচেষ্টা, অনর্থক।
এমন ব্যর্থতা কি মানায়?
ব্যর্থতা নিষিদ্ধ হোক।
এমন কবি, কবিতা এবং তার শব্দ নিষিদ্ধ হোক।
তার জন্য অন্ধকার মহাশূন্যের আলোও নিষিদ্ধ হোক।
কবির ভালবাসা নিষিদ্ধ হোক,
নিঃস্থব্ধতা, নির্জনতা এবং-
নিঃস্বঙ্গতার সঙ্গ চাওয়াও নিষিদ্ধ হোক।
কবি ও কবিতা নিষিদ্ধ হোক।।