তুমি দোল হাওয়া হও
রও বা না রও, কি আসে যায়?
আমি বেঁচে আছি জেনে
ভালো নেই শোনে, তোমার কি আসে যায়?
জীবন যান্ত্রিক- সুখ প্রান্তিক-
স্বপ্নকাহন- আর বিসর্জন, কাকে শোনাই?
এই একাকীত্বের প্রিয়ব্যথা ভার
উপসংহার- ভালোবাসা সূচনায়...
শেষের কবিতা লেখা হবে নিশ্চই!
তবে শুরু হলো কই? শেষের সুচনায়..
যত বেড়েছে বেলা
ভালোবাসা বেড়েছে আরো যত বাড়ে অবহেলা
যদি ছুড়ে ফেলতে বা ভালোবাসি বলতে
এতদিনে হয়তো উপসংহার হত নিশ্চই!
দুজনার পথ- দুটি হয়ে যেত
সেও চাইলে আর- না আমাকে পেত
সে জানে.. জান তুমি? আজো ভালোবেসে যায়!
সেও জানে আজো তাকে কতকরে চাই!
তাতে তার কি আসে যায়?