একটা ক্যাকটাসের কুটির চাই-
যার চারপাশে কেউ ভিড়বেনা কাঁটার ভয়ে।
খুব যত্নে তাদের শাখায় ফুল ফুটাব-
প্রজাপতি আর ভ্রমর এসে নাচবে-
আলতু ছুঁয়ে যাবে, আমি চেয়ে দেখবো।।

সেখানে হাওয়া দোল মানা নেই-
সে ইচ্ছে হলে চুল এলো করে যাক।
কিংবা কোন তুফানিলতার আঁকড়ে ধরে
বেঁচে থাকায় মানা নেই, সেও থাক...
বেঁচে রব একসাথে চুপই সই।

নির্জনে চেয়ে দেখা সবুজের ছায়ানট
কলোরব চারপাশে প্রাকৃতিক উৎসব।
নির্জনতার মানে মন হীন-
মানুষের ছায়াটোপ বোধহীন।
একাকার অভিনয়ে যেন একা নই।