বলেছিলাম স্তব্ধ হবে-
হাসি কান্না ভুলে যাবে-
তোমরা যা-তা করতে পারো?
আমি করলে ভড়কে যাবে!!
তুমি মানছো পুরান,
বাইবেল বা গীতা- কোরান।
মতবাদ গড়ে নিজের মত-
বেচো কেনো আমার নাম!
লড়ছো রোজ, মারছো-মরছো
সব হিসেব রাখা- হলো-হবে।

তোমার ধর্ম? তোমার রাজ্য?
কাঁটাতারে সীমান্ত রোধ!
সার্বভৌম ধর্ম লোলুপ-
বুঝতে পারছো দন্দের ক্ষুব?
মানুষ তুমি সৃষ্টি আমার-
কে মরবে বা রক্ষা পাবে....
এ হিসেব তুমি করবে?
হাইরে অবুঝ গজব বুঝ?
ঈমনদারও মরবে!

তুমি কেন ভয় দেখাবে?
যখন আমিই সবে সর্বেসর্বা।
তুমি এতই দূর্বল জীব-
তোমার জন্য করুনার দরজা-
সর্বদা খোলা থাকবে।

সময় পেলে চাইতে শেখ-
নিজের জন্য সবার জন্য।
মঙ্গল বা গজব আসলে-
ঈমান বেঈমান কিসের মান্য?
বিচারের দিন ঐ হিসাবের
জন্যে সময় তোলা থাকবে।
এখন, বাঁচতে শেখো বাঁচাতেও-
পূণ্য কাজে লাগবে।

ফেনী-২৪.০৩.২০২০
কোবিড১৯ঃ আজ ফেনীতে হয়তো শেষ রাত। কাল ফটিকছড়ি চলে যাবার কথা। কাল হতে সেনাবাহিনী নামবে সারাদেশে, হতেপারে প্রতিটা উপজেলা লকডাউন হবে। জানিনা কাল সকাল কি বার্তা নিয়ে আসছে। আর ফটিকছড়ি গেলেও ফিরব কিনা, বা যাওয়া হচ্ছে কিনা তাও উপর ওয়ালার হাতে। এখন সবকিছু তাঁর ইচ্ছেই চলছে।