আমি কোন জলের ছবি-
বইয়ে যাওয়া গ্রামের হাওয়া।
শহর তলাটে হৃদয় যত-
আমার কাছে স্বপ্ন ছোঁয়া!
ছুঁয়ে দেব বলে কত-
হাত বাড়িয়ে পথ রুখেছি।
ভাবল তার- 'পাগলই হবে!'
নয়তো কি এই রূপ ধরেছি!
মানুষ গুলোও ছবির মত
রঙিন শহরও পরিপাটি।
মুখোশ দেখে যায়না চেনা-
কে নকল বা কে বা খাঁটি?
এমন বলছি কারণ আছে-
মনের বেলায় হিসেব চলে?
এখানে-
খুব প্রয়োজনে ভালবাসা হয়
প্রয়োজন শেষে ভুলতে বলে!
পথের বাঁকে পথ ফিরে পাই-
তবুও পথ মেলেনা ঠিক।
বিশাল জন-সমুদ্দুরে
আমি যেন একলা পথিক।
মনে তো হয় কেউ কারো নয়
মনের কথা আকাশ শোনে?
প্রাচীর গুলো ঠাঁই দাঁড়িয়ে-
আকাশটাও নিচ্ছে ছিনে।
আমার তো দম আঁটকে আসে-
না সবুজ না আকাশ দেখি।
হৃদয় হয়তো সজিব হবে-
এটাও মিথ্যে কাব্য লিখি।
যান্ত্রিক এ শহর তলাটে-
মন খুঁজে পাই কোথাই বল?
যখন কাউকে শোনাই ব্যথা-
বলে তারা- 'একলা চলো।'
বুঝি তারা খুব একাকী-
এতো ভিড়েও নিঃস্বঙ্গ।
ইটপাথরের শহুরে মন-
ধ্যান মগ্নে ধ্যান ভঙ্গ!
তবুও এই জীবন যাপন-
সত্য এই বদলে যাওয়া।
শুধু আমি কোন জলের ছবি-
বইয়ে যাওয়া গ্রামের হাওয়া।
ফটিকছড়ি-
২২.০৬.২০২০ খ্রিষ্টাব্দ
০৮জ্যৈষ্ঠ১৪২৭ বঙ্গাব্দ