কে বলেছে তন্দ্রাহত হতে-
চাঁদ দেখে চুপ অবাক হতে তোমায়?
নীলাদ্রি রূপ ঐ আকাশের ছায়া-
বলতে পারো আকাশ মাটির সীমায়।
কে বলেছে জ্যোৎছনা চাঁদের একার?
আদিত্য তার কিরণ চাঁদে ছড়ায়।
কতো তারা টুটে ছুঠে পড়ে-
আলো তো ঠিক জন্মে কোটি তারায়।
পৃথিবী চাঁদ নিজের ভাবতে পারে-
চারপাশে তার চাঁদ যে ঘুরে বেড়ায়।
তার এ আলো প্রতিদানের সরূপ-
আর জ্যোতিষ্ক ডুব তিমির রং ছড়ায়।
বলতে পারো এসব ভালোবাসা-
স্বপ্নভ্রমের কাজল চোখের তারায়।
ভাবনা গুলো মুক্ত হলেই হলো-
ভালোবাসার মুক্তি স্বাধীন ডানায়।