নিঃশ্বাস থেমে গেলে শুধুই শূণ্যতা।
কত স্বপ্ন, কত ভরসা, আশা-আকাঙ্ক্ষা,
সব নিমিষের মায়াজাল মাত্র!
সবকিছু মুছে যাবে একদিন।
মনে রেখে শোধ হবে সব ঋণ।
ভুল গুলো ভুল রবে হয়তো!
কেউ বা অভিমান ভুলে যাবে-
একফুটা অশ্রুতে-
কারো হৃদয় হবে শোকে দগ্ধ!
আমি মানে আমি নই সেদিন আর
সমাপ্তি নিঃশ্বাসের হাহাকার!
গল্পের নাম গুলো-
গল্পেই শেষ হলো!
আমি ছিলাম- গল্পের নিমিত্ত মাত্র!
সব স্মৃতি মুছে যাবে একদিন।
রইবেনা কিছুই চির অমলিন-
একদিন তারারাও টুটে যেতে বাধ্য!
নিঃশ্বাস থেমে গেলে শুধুই শূণ্যতা।
জীবন, নিমিষের মায়াজাল মাত্র! 🖤