যত দোষ সব যেন বিধাতার!
তার সৃষ্টির সব জুড়ে যত ঝড়ঝঞ্ঝা
দুঃখ কষ্টের ব্যথা সব দেয়া তার!
আর সব সুখ, স্বপ্নের রং মাখা
কাচের দেয়ালের ছবি সব আমার।
যত সাফল্য সব আমার অহংকার।

অকৃতজ্ঞের দাম্ভিক প্রাণে
আত্মার মৃত্যু হয় বারবার।
বিবেকের কাঠগড়ায় আয়েশি
মসনদ পাতা লালশার..!

সব পাতা গুলো ঝরে পড়ে গেছে
সবুজের ডালে সব শকুনের বাস।
হতাশার মাঝে যত জীবন ঝরে পড়ে
কারো হার মেনে নেয়া কারো উপহাস।

যারা আগলে রাখে তারা জ্বলে-পুড়ে।
ভিতরে ভিতরে হৃদয় ভাঙ্গে আর জুড়ে!
হাসির আড়ালে বৃষ্টি ফুটায় কান্না ঝরে।
যারা গড়ে তুলে তার একদিন মেনে নেয় হার।

আর যারা মসনদ পেয়ে ভুলে বসে সব
তারা কেন ভুলে যায় 'অহংকার' বিধাতার অলংকার!
একার এবং একাকার...!
এখানেই শেষ নয়, সবাই দেখবে উপসংহার!