কেন যে আঁধার কাটছেনা আর
জোনাকিরা নেই পথে!
রাস্তার সব ল্যাম্পপোস্টেও
রাত জয় হলো কবে?
হৃদয়ের নূর হারিয়েছে হাই
হাহাকার জনে জনে...
প্রাণের মায়ায় প্রাণ দিয়ে বসে
প্রাণ রক্ষার পণে!
কত বোকা হলে একা একা লড়ি?
কবে গুছবে ভেদাভেদ?
হায়ানারা বাঁচে দল ভিড়ে ভিড়ে
বাঘের একা লড়ে যাওয়া জেদ!
কত উপমায় সিংহ হবে?
কত ভাষণে ধরাবে জ্বালা?
এলেমের পাপ আমলে গুছবে
নিতে হবে ফয়সালা।
এখনো সময় যায়নি বয়ে।।
শান্তির বাণী পৌঁছানো যাবে
শুধু ঐক্য লাগবে জয়ে।
***********
কেন যে আঁধার কাটছেনা আর
জোনাকিরা নেই পথে!
রাস্তার সব ল্যাম্পপোস্টেও
রাত জয় হলো কবে?
মনে মনে যত নূর হারিয়েছ
অন্ধকারের পথে..
চুপিসারে রোজ কূহেকাফ হয়ে
ফিরেছ দোযক হতে!
পথ দেখানো পথ খোঁজে ফেরে
রথে সাজিয়েছ মেলা!
জোনাকির আলো মুঠো পুরে নিয়ে
জমিয়েছ পথো খেলা!
পথের বাঁকে পথ হবে শেষ
তারপর ধুলো বুকে।
হিসাব হবে সবুজ ঘাসের
নতজানু নুয়োমুখে-
হার মানবেই মাংসের দেহ
শুকিয়ে যাবে খুন।
অন্ধকার আর কাটবেকি হাই?
ফের জোনাকির হবে বন?