তোর সাজঘরে কাবাব-শারাবে
মৌলবির ধ্যান-জ্ঞান।
খেলাফতে তারা দেয়া নেয়া করে-
জান্নাত-জাহান্নাম।
আমরা যারা আমজনতা,
হ্যাঁ এ হ্যাঁ  না এ না এ-
মুখে ফানা তুলে শৌর্যবীর্যে-
আগুন লাগায় একে অন্যের গায়ে-
কবে হুঁশ হবে কতো ভেঙ্গে গেলে?
কতো ভাগে দিবি প্রাণ?
হাইরে শান্ত শান্তির বাণী-
কেন ভুলছিস মুসলমান?

এঁরা তো জ্ঞানী চাইলেই পারে-
একসাথে বসে তবে-
আজ সত্য-মিথ্যে দলিল দিয়েই-
ন্যায় ফয়সালা হবে।

তাঁরা তো মুমিন, তাঁদের মুখ থেকে কেন-
রেহাই পাইনা ভাই!
সারা জাহানের মুসলিম কেন-
মজলুম বনে যায়?
একে অন্যের এভাবে দুষিলে-
কে সামলাবে কাবা দ্বার?
যদি সব কিছুই খোদা-ই করেন
তবে এঁনাদের একি আবদার?

জানিনা এত শত দলে দলাদলি-
কেন কোন খেলাফত লোভে?
বুঝিনা জালিম জামানার বালায়-
মুসলিম কেন ডুবে?
শান্তির বাণী বয়ে নিয়ে এলো-
এ ধরায় ইসলাম।
আজ সময় আছে জেগে উঠ অলী
এ না আমরাই ডুবালাম।

ফেনী- ১০.১২.২০১৯