আহা দেশটা আমায় কাঁদায় কেন এতো?
যত ভাল সব আজ কেন মজলুম?
পাপীর প্রাপ্য কবে হবে পরিশোধ?
কবে ভাঙ্গবে জাতি-কর্তার ঘুম??
যেন দেশে সব দালালের দায়ভার-
দালালিতে জোটে শ্রেষ্ঠ পুরস্কার-
ডান-বামে সবে দলাদলি আয়োজন।
সাতখুন মাপ হলে দলের প্রয়োজন!!
উপর হতে নিচে সবখানে ঘুষখোর-
মুখোশের ভিড়ে সবগুলো জোচ্চোর!
সত্যের কথা বলিস হবিতো গুম-
কবে ভাঙ্গবে জাতি-কর্তার ঘুম??
রাজনীতি আজ রাহু-ত্রাস জনতার-
গোল্লায় যাক বেকারের ভোটাধিকার-
যুবকের হাতে চাপাতি কিংবা বোম-
আক্রোশ-ক্ষুবে জ্বল-জ্বল চোখ আগুন-
এবার তো হয় বাবারা একটু থাম।
নয়তো তফাৎ থাকবেনা রাম-বাম।
তফাৎ? কোন বিবেকের চন্দন কাঠে-
মাথা ঠুকরিয়ে গর্জিস মাঠে?
বিচার যার বিচারক তার একি পিতমহ প্রাণ।
তাঁদের ইচ্ছেই ভরে চলে যত শ্মশান-গোরস্থান।
তবে যদি আজ সবি বেচাকেনা হয়-
যদি তাদের অধিকারই চিরন্ত সই-
ক্ষমতার ভার ক্ষমতা ব্যবহার-
দেশ মস্তিকে ঘুণ...
দেশটা তবে কাঁদাবেই তো-
যতভাল সব মজলুম।
পাপীর প্রাপ্য কবে হবে পরিশোধ?
কবে ভাঙ্গবে জাতির ঘুম??