ইচ্ছে গুলো ফুরিয়ে এলো-
বাঁচব কেন ভাবতে বসে।
স্বপ্ন পালের দোল হাওয়া কই?
মরবো কাকে ভালবেসে?
অল্প জানায় বিদ্যে বোঝা
শূণ্য জ্ঞানে আকাশ মাপি।
তারার ভিড়ে আলোর খুঁজে-
অমাবস্যার ভয়ে কাঁপি।
কি চেয়েছি? পেয়েছি কি?
কোথায় থেমে ভুল করেছি?
কোন স্বপ্নে হৃদয়ে সপে-
বাস্তবতায় গুল মেরেছি?
হিসেব যদি করতেই হবে-
বে হিসেবের হিসেব কি হয়?
যে হিসেবের ফল শূণ্য-
তার কি আবার জয়-পরাজয়!
জীবন যখন আত্মা ত্যাগি
হিসেব নিকেশ সব চুকবে-
তবে কেন আজকে হঠাৎ-
বাঁচব কেন ভাবতে হবে?
বাঁচছি কেন এই ভাববো-
ভাবনা- 'কেন বেঁচে আছি?'
তবুও মনের চিন্তি ধারা-
জীবন-মৃত্যুর কাছাকাছি।
হঠাৎ এমন ভাবনাতে-
বাঁচতেই তো ভুলে গেছি!
আজকে প্রথম মনে হলো-
মৃত্যুপেক্ষায় বেঁচে আছি।