পৃথিবীটা ভাগের লুটে ভাগ হচ্ছে-
মানুষ গুলো লড়ছে রোজ নিজ স্বার্থে।
সভ্যতাকে দায়ভার নিতে বলছে সবাই-
স্লোগান মুখর মতবাদেই সব হচ্ছে।
আজকে যে যার মনের মতো ভাবতে জানে-
বিকশীত মেধায় মননশীল স্বজাত জ্ঞানী।
যা-ই বলুক সব বুঝেছি- এমন বুঝেই
আজকে সমাজ প্রতি মনেই লুট হচ্ছে।
আজ অধিকার সর্বস্বে বিগড়ে গেছে-
মানুষ তো মন থেকেই বৈষম্যবাদী!
সে যেমন সবার কাছে ভালো বা খারাপ নয়-
তেমন সবাই মিলে কোন একজন কে ভালোবাসেনা
বা ঘৃণাও করেনা। কারো কাছে যে বিষয়টা ভালো-
অন্যের কাছে তা ঘোর মন্দ হয়ে উঠে।
মানুষের এই বৈচিত্র্যময় ভাবনায় আজকে এ
পৃথিবীকে নানা ইতিহাসের পরতে পরতে সাজিয়েছে।
আর ইতিহাস সব সময় ক্ষমতাসীনদের পক্ষে বলে।
ইতিহাস রচিতই হয় বিজয়ীদের নিয়ে, এখনো তা হচ্ছে।