পায়ে পায়ে যত ঝেরেছ আগুন
ফাগুন ডেকেছ মাঠে।
রক্তিম ফুল ফল হয়ে আসে
পাপড়ি ঝরিয়ে বাঁচে!
সে বীজ ফলে- কত নতুনের
হল নতুন জীবন দান।
অকৃতজ্ঞরা ভুলে যায় শুধু
দিয়ে যেতে সম্মান!
আমরা বাঙালী বাবা!
সমালোচক তো বরাবর সই
প্রশংসায় শুধু কাবা!
মানুষ মাত্রই ভুল মেনে নিয়ে
ভুলে যাই অর্জন।
দেবতার যেই প্রতিমায় হোক
করি তো বিসর্জন!
কাজ ফুরালেই কাজ নাই আর
ভুলে যাই সম্মান।
কেউ আসবে ফের করবে আবার
নতুন জীবন দান!!
ক্ষমা কর হে বীর!
বাঙালীর কাছে মিছে খেলাঘর
তোমার উপাসনা মন্দির।।