আমি কিছু বলতে চাইনা বলে চুপ!
আর তোমাকে বলছিনা কারণ
তুমি শ্রোতার যগ্যতা হারিয়েছ। আর-
আমি আমাকে পরিমাপ করতে শিখেছি।
এখন নিজেকে ভালোবাসতে শিখেছি খুব।

আমি অজেয় হয়ে বাঁচব বলে
হেরে গিয়েও ওঠে দাঁড়িয়েছি।
মৃত্যুর আগে হারা যাবে না-
শেষ দেখে নিতে পা বাড়িয়েছি।
আমার নেই মৃত্যুঞ্জয়ী হবার লোভ!
যত দিন বাঁচি বাঁচর মত বাঁচতে চাইছি
আমার হেসে খেলে রোজ বাঁচার ইচ্ছে খুব।

নোংড়ামো যত তোমাদের মাঝে থাক
আমার শুধু সুবাতাস প্রয়োজন।
প্রয়লের মাঝে দাঁড়িয়ে থাকা গাছ
আমি চাই শুধু তার ছায়ার আয়োজন!
আমি তার শিকড়ের মাটি হয়ে থাকা বুক!
তুমি কাঁচের দেয়ালে স্বপ্ন সাজিয়ে রেখ
ভাঙ্গা আয়নায় কভু তো দেখবে মুখ!

সেদিন তুমিও আঁতকে উঠবে ভয়ে
ফেরাউন হয়ে মরবে বিশ্ব জয়ে!
অমরত্বের সুধাপান করে
কে কবে রয়ে যাবে এই ধরিত্রি পারে?
তুমিও যাবে, আমিও যাব-
তবুও তোমায় বলবনা কিছু তাই চুপ।
পাথুরে মুর্তি আত্মা পাবেনা ফিরে
তুমি ও তোমার গর্বিত যত সুখ, থুবড়ে পড়বে মুখ!