জীবন কখনো কখনো আয়নায়
কুকুর দেখায়, হায়না দেখায়!
আয়নায় নিজেকে কতবার দেখা হয়?
যতবার দেখি রোজ নিজেকে খুঁজে ফিরি
আর প্রতিবিম্ব রোজ জীবন দেখায়!
চারপাশে যত ভিতু মন ভালোবাসা রক্ষায়
সন্দেহের চাবুকে সম্পর্ক ছিঁড়ে কুটে দেয়
হারামজাদা গুলো দূরত্বের মায়াজালে
দেহ-মন বেঁধে সংযম শেখায়, সংযম দেখায়!
টাকার রুটিই জীবনকে সাজিয়েছে কাচের স্বপ্নে!
ওরা ক্ষমতার লোভে মেতে নেমেছে সকলে
আত্মা বিসর্জনে! আর ইট পাথরের প্রাচীরে তারা
আত্মা বন্দি চায়! আর আমাকে ওরা ধর্ম শেখায়!
দাঁড়ি-কমায় ঠিক ঠিক জীবন বয়ে নিয়ে-
আজ কাঠ আর পাথরের আখলাক!
যারা নোংড়া দেহ আর হৃদয় বাজি রেখে জীবন
বয়ে বেড়িয়েছে- সাফল্যে তাদেরই নামডাক!
আয়নাকে ওরা আজ নিলাম শেখায়!
ব্যর্থতা! বয়ে বেড়ানো ব্যর্থতা!
তা সত্য হোক বা মিথ্যে হোক
সততা হোক বা লজ্জা হোক
স্বার্থপর না হয়ে পরস্বার্থে নিজে সসতায় বিক্রি
হওয়ার ফলাফল একদিন বিসর্জিত হয় ব্যর্থতায়!
জীবন আজ এসে সে সত্য শেখায়...!