আজকে তোমায় খুব প্রয়োজন ছিল।
আজকে মনে মন খারাপের ঝড়ের আঘাতে
লন্ডভন্ড আমি। আজ বড্ড এলোমেলো।

সবকিছু রোজ দূরের পথে দিশাহারা হয়ে পড়ছে।
কাছাকাছি যত মনগুলো সব ভেঙ্গেচুড়ে যেতে লড়ছে!
ওরা- একা একা পথ চলা শিখে গেছে এখন!
তাই তারা সব অবদান ভুলে গেল।
যাক, সে ভুলে যাওয়ার কষ্ট কোথাও নেই
আজকে একটু ভালোবাসার ছোঁয়া চাই-
তাই- আজকে তোমায় খুব প্রয়োজন ছিল।

আমি জীবন যুদ্ধে লড়ে বেঁচে থেকে ক্লান্ত-
যত জয় এলো এতে আমার অবদান শূণ্য!
বেঁচে আছি যেন এও বড় অভিশাপ-
যত দিন যায় আরো বেশি হই ঘৃণ্য-
আচ্ছা, ঘৃণা বঞ্চণা সব আমারি পাওনা ছিল?
যাক,
তাও মাথা পেতে নিয়ে সব অভিযোগ
বেঁচে আছি বলে লড়ি।
তুমিও জীবনে যুক্ত হলে, তাই নতুন স্বপ্ন গড়ি।
ঋণ বেড়ে যায় রোজকার মত যত
তাদের যে আরো অনেক পাওনা ছিল!
সেই ঋণ আর শোধতে পারিনা বলে,
সেই মন গুলো ভেঙ্গে গেল! আজ সব এলোমেলো।

সংসার এই আমার, আমি গুছানোর ছিল!
তুমি গুছিও আমায়, যত হই এলোমেল।
আমার প্রাপ্তি শুধু তুমিই, এটুক আশার আলো।
হে প্রিয়তাম তোমায়, আজ খুব প্রয়োজন ছিল!