আমার সব চেয়ে কাছের বন্ধুর নিকট
আমি ঋণি হয়ে বসে আছি, আর্থিক ঋণ।
এমন ঋণ কত সম্পর্ক নষ্ট করেছে-
কত যুদ্ধ বাঁধিয়েছে পরিবার হতে সমাজ-
সমাজ হতে দেশ-দেশান্তরে...মন হতে মনে!
আমরা হয়তো তেমন নয়-
তবুও আজকাল নিজেকে ওর বাধ্য কেউ মনে হয়।
ওর চোখে চোখ রেখে কথা বলা দায় হয়ে যায়।
জানিনা, তার মনে কি বা কতটুকু সৌজন্যের আমি!
কেন যেন হারিয়ে বসেছি সেই প্রানবন্ত সম্পর্ক-
আজকাল ভয়ে ভয়ে নত হয়ে পড়ি শ্রদ্ধায়!!
কারণ, এমন অসময়ে হাত বাড়িয়েছিল-
বলে বুঝানো যাবেনা তখন আমি কত নিরুপায়!
কিন্তু কেন যেন মনে হয় বন্ধুর থেকে ধার করা হলে
বন্ধুত্ব হারিয় যায়। আমি অসহায় হয়ে বলছি-
কত শত শতাব্দী যেন ঋণ বয়ে বয়ে চলছি-
প্রতি মুহুর্ত আমি এই অভিশাপ হতে মুক্তি চাই।
পূরনো বন্ধুত্ব আর আত্মার আতিত্ম ফিরে পেতে চাই।