অথচ তোমায় চেয়ে নিতে পারি- স্বপ্নে না হয় মর্তে!
ভালোবাসা সব নীড় হারা সুখ হৃদয়ের না না শর্তে!
তুমিও কি আর আলাদা ভাব?
হৃদয়ের লোভ সামলে রাখো?
হৃদয়ের ছায়া হৃদয় হারায়, হৃদয়ের দেওয়া শর্তে!
অথচ তুমিও চেয়ে নিতে পারো, নিজের করে রাখতে।
আকাশের রং, বাতাসের সুর-
রাত জাগা চোখে ক্লান্তির ভোর-
আলোর ছায়ায় ঝলসানো রঙে ছবি এঁকে নিতে পারতে।
অথচ তোমার স্বাধিনতা ছিল-
নূর চমকানো হাসির আলো-
বিজুলি ফিতেই তারার ফুল খোপাই বেঁধে রাখতে...!
অথবা তোমার চোখের পলকে
কিংবা বেঁধে রাখতে অলকে-
হাজার নুড়ি পাথর বুকে রত্ন সাজাতে পারতে।
তুমি চাইলেই রাত ভোর হতো
তুমি চাইলেই দিধা দূর হতো-
তুমি চাইলেই শব্দ গুলোই সুর বেঁধে নিতে পারতে।
অথচ সবি ঠিকঠাক ছিল-
চেনা-জানা আর জানা-শোনা ছিল-
হৃদয়ে হৃদয় হৃদয়ের হয়েও হলোনা জীবন শর্তে!
অথচ তোমায় চেয়ে নিতে পারি- স্বপ্নে না হয় মর্তে!
ভালোবাসা সব নীড় হারা সুখ হৃদয়ের না না শর্তে!