বজ্রনিনাদ কপট হবো আমি-
তবুও র'ব হারিয়ে যেতে যেতে।
বিজুলী চমক চাবুক হবো আমি-
মেঘলা গগন দেবো আগুন মেখে।
আমায় হয়তো ভয়ে ভয়ে চা'বে-
প্রিয়র বুকে মুখ লুকনোর মোহে।
বাদলা হাওয়ায় আঁচল দোলো মন
চাইবে আগুন হৃদয় কুহেকাফে।
আমি তোমার সে আলোর পরশমণি-
আঁতকে উঠা বুকের ধুকফুকানিও।
আমিই করি গগন ভাঙ্গাচুড়া-
বৃষ্টি বাদল তোমায় সপি প্রিয়ো।