আগুন হবে আগুন??
অতীত গুলো ঝলসে দেবো!
জ্বালিয়ে দেবো স্মৃতির অন্ধকার।
আকাশ ছোঁয়া স্বপ্ন দেখা মনের চক্ষু উপড়ে নেবো।
ভাল সাজা মনে ধ্বংস নরক সাজিয়ে নেবো-
পুড়ে ছাই করে দেবো সকল অহংকার!!
আগুন হবে আগুন??
ঘুম চোখে যা স্বপ্নো আসে সে গুলোকে ভয় দেখাব।
তারায় স্বপ্ন বিভোর চোখে জ্বালব হাহাকার।
বেহেস্ত লোভী হৃদয়টার ঘাড় মটকে পিছ দেখাবো-
জাহান্নামের আগুন পিছে ছায়ার অন্ধকার।।
আগুন হবে আগুন??
ভবিষ্যতের সকল ভয় ক্রোধের জ্বালায় ছিঁড়ে খাবো-
জয়ের ক্ষুধায় পশু হবো অসুর অবতার।
আমার পাছে সভ্যতা রোজ নিঙড়ে নেচে ভয় দেখাবে?
সত্যের ভয়, মিথ্যের ভয়। আমি আজ হিংস্র হবো-
সত্য-মিথ্যে সব জ্বালিয়ে বানাবো অঙ্গার....
আগুন হবে আগুন??
সব নিরাশার কাব্যিকতায় 'ইচ্ছে-আগুন' লাগিয়ে দেবো।
থমকে থাকা জীবনধ্যানের ঠুঁটের জিকির কেড়ে নেবো।
আমার সাথেই যুদ্ধ হোক সকল দেবতার।।
অাগুন হবে আগুন?
আজ আমিও ভস্ম হবো, ভয় দেখানো অলসতার-
সব কালো গ্রাস পুড়িয়ে দেবো-
চিরতরে গায়েব হবে জীবন অন্ধকার।।