মানুষ সমাজ বদ্ধ হলো সবার সম অধিকার নিশ্চিতে।
নেতা তো লাগবে,
মুড়ল নির্বাচিত হলো নিজেদের থেকে।
সে সবার থেকে চাঁদা নিয়ে লাঠিয়াল পুষেছে,
এখন সে লাঠিয়াল সমাজ হতে তাকে রক্ষা করে ফেরে।
যে তার উপর কথা বলে গলা চেপে ধরে।
একসময় মানুষ মনের আনন্দে যে মেঠোপথ ধরে-
হেঁটে বেড়াত, আজকাল পা রাখতেই টেক্স এসে পড়ে।
কিয়দংশ যারা তার পা চাটে রোজ,
দেনদরবারে সব তারায় হাকিম, তাদের হুকুম!
রাজার হকুমে এখন পাঠশালায়ও পাঠদান হয়।
তাই পড়ানো হয় সে যা বলে!
ইতিহাসও যে শুধু বিজয়ির কথা বলে।
বিদ্রোহী যারা পরাজিত মুখ দেশদ্রোহী হয়ে মরবে।
কবিতা নয়, সত্য গল্প লিখে রাখা হলো অল্পে।
বর্ণমালায় শিকল পড়ানো এখন।
আরো কিছুদিন যে আগুন লেগেছে জ্বলবে!
বাঙালিকে কভু দাবিয়ে রাখা যায় নি-
স্বাধিনতার এ সংগ্রাম চলছে চলবে।।
এক সময়ের বিদ্যালয়ে পাঠ পড়ানো ছিল-
স্বাধিনতা অর্জনের চেয়ে রক্ষা বড়ই কঠিন।
সে কঠিন পথ পাড়ি দিতে লড়ছে বাঙালি লড়বে।