চশমা কোথায় রাখেন দাদু কোথায় রাখেন লাঠি
দিন পুরোটাই কাজ হলো তার এসব ঘাটাঘাটি।
কোথায় দিদির চুলের বেণী কোথায় চুলের ফিতা,
পাইলে খুঁজে করবে নিয়ে তাক ধিনা ধিন ধিতা।
ট্যান টেনিয়ে চেয়ার বেয়ে টেবিলটাতে উঠে,
বই খাতা আর কলমগুলো দেখবে কুটে-কুটে।
পড়বে কিছু তার কাছে যা লাগবে সবার সেরা,
তা না হলে করবে শুরু বইয়ের পাতা ছেঁড়া।
সুযোগ বুঝে রান্না ঘরে ঢুকতে যদি পারে,
চিনতে পারা দায় হয়ে যায় দস্যি খোকনটারে।
উল্টাবে সে ভাতের পাতিল সঙ্গে দুধের বাটি,
তার ছোঁয়াতে রান্না ঘর আর রয় না পরিপাটি।
মাখবে কালি নাকের ডগায় মাখবে কালি মুখে,
আম্মু বলেন যায় না বাঁচা এই ছেলেটার দুখে।