ভুল জায়গায় ভুল মানুষের কাছে গিয়ে
যদি তুমি ঠকে যাও
আমার কিছু করার নাই
আমি নিজের সেরাটা দিয়ে তোমায় চেয়েছি
কই বুঝলে না তো
এত কাছে ছিলাম, খুঁজলে না তো
হৃদয়ে গহীনে শুধু তোমাকেই খুঁজতাম
পেলাম না তো
তুমি হৃদয় ছেড়ে হারিয়ে গেলে
তুমি গিয়েছ মুক্ত পাখির মতো উড়ে
অন্য কোন অরণ্য
জানি না কী পেয়েছ
তবে তুমি যা পেয়েছে
তা তোমায় ঠকিয়েছ
তুমি যা দিয়েছ
তোমাকে বিপরীতে কিছু দেওয়া হয় নি
তুমি তো পাওয়ার মতো যোগ্য না
যাকে তুমি চেয়েছিলে
সে কি তোমায় বেসেছিলে?
না! না!
তুমি জ্লে গিয়েছ ডুবে
তুমি ফিরে এসো আমি তোমায় বাসিব ভালো
শুধু আমায় একটু বুঝো
আমার মতো থেকো
আর কেউ যেন না আসে তোমায় জীবনে
সেদিকে লক্ষ্য রেখ।
আমি তোমায় বাসিব ভালো
হৃদয় দিয়ে, মনের মনিকোঠায় রাখিব
তুমি যদি ভালোবাসো।
তুমি আর ঠকে যেও না
তুমি একই ভুল বারবার করলে
তবুও তুমি বুঝলে না রে
বিকল্প ভেবে অনেক পথ বেঁচে নিলে
হায় কপাল সব জায়গায় তো কাঁটা
তুমি নাহি বুঝিলে।
তুমি শুধু ঠকেই গেলে
আর যেও না হারিয়ে
আবার যদি যাও ভুল পথে
আমি কেন পৃথিবীও নিবে না তোমায় টেনে
তোমার ভুল যদি শেষ করে দেয় তোমায়
আমি শুদ্ধতম মানুষ হয়েও ব্যার্থ হয়ে যেতে হবে।
তুমি ফিরে এসো,
জীবন  জীবন ভরে যাবে শুদ্ধতম মানুষে।
তুমি ফিরে এসো
ভুলের পথ ছেড়ে আমায় একটু ভালোবাসো।
আমার হাতটা শক্ত করে ধরো।