অবহেলায় কাটে যে প্রহর
তুমি আমায় বুঝলে না
কত ভালোবাসি তোমায়
আমায় তো খুঁজলে না
হারিয়ে গেছি আমি
হারিয়ে গেছ তুমি।

কেউ তো নিল না খোঁজ
আমি তোমায় খুঁজি আমার হৃদয়ে।
তুমি তো হারিয়ে গিয়েছ কোন এক শহরে
এত খুঁজি তোমায় ঐ নীল আকাশে
জানি না তুমি আছো কোন শহরে।

যদি তুমি পড়ে থাক মোর কবিতা
তবে বুঝে নিও ভালোবাসি আজও তোমায়
আছি গো তোমার অপেক্ষায়।
লিখব তোমায় নিয়ে কবিতা।

কেন বুঝলে না আমায়
কেন বা খুঁজলে না
আমি তো ভালোবাসি তোমায়।
এই শহরের আলো বাতাস তোমার অপেক্ষায়
তোমায় নিয়ে কত নান্দনিকতা
তুমি আসবে, মন খুলে হাসবে
কাছে এসে ভালোবাসি ভালোবাসি বলবে।