বহু বছর বা দেখেও
কেটে যাচ্ছে দিন
তোমারে দেখি না অনেকদিন
অপেক্ষার প্রহর যে কখন শেষ হবে
কে জানে?
তবে তুমি জেনে রেখ প্রিয়
তোমারে ভালোবাসি বহুদিন
কবে তুমি আসবে ফিরে?
সেই চিরচেনা আগের রূপে
নাকি নতুনত্বের রূপ নিয়ে
তুমি আসবে ফিরে
হাত বাড়িয়ে দিবে
ভালোবাসি ভালোবাসি বলে
দুরুত্বটা একদিন শূন্য হয়ে যাবে
ভালোবাসা মিলে গেলে
আমি আজও তোমায় ভালোবাসি সেইদিন থেকে