ভালোবাসার যন্ত্রণা কেমন
তুমি কী বুঝতে পার?
বুঝবে কেমনে, তুমি তো আমায় ভালোবাসোনি
তাহলে শোন প্রিয়
ভালোবাসার আঘাত খুবই বেদনাদায়ক
যত সুখ তত আঘাত
হৃদয় কে চুরমার করে দেয়
প্রতিটি মুহুর্তে হারানোর ভয়
নির্ঘুম সময়
সময় অসময় চিন্তা
মানুষটা সত্যিই আমার হবে তো?
সে কি সত্যিই আমায় ভালোবাসে?
নাকি হারিয়ে যাবে
নতুন কোন সংস্কৃতি তে
নতুন কারো সঙ্গ পেলে
আমি তে তাকে চাই
মন প্রাণ খুলে
আসলে কী সে আমার হবে?
হৃদয়ের ব্যাথা বাড়িতেছে
সম্পর্কে ভাঙন যদি সৃষ্টি হয়
আমি তো অসহায় হয়ে যায়
তোমার অবহেলার ভীড়ে
তবুও এক বুক উত্তাল ঢেউ এর আঘাত নিয়ে
আমি তোমায় ভালোবেসে যায়
যারা বাসে তারাই বুঝতে পারে
ভালোবাসার ব্যাথা কতটা বেদনাদায়ক