পাহাড়ের কাছে গিয়ে যদি তুমি জিজ্ঞেস কর
তোমার বুকে এত দুঃখ কেন?
কাউকে কী ভালোবাসো?
পাহাড় জলজল চলচল শব্দে বলে উঠল
সমুদ্র ভালোবাসি নদীর বুক চিরে
ভালোবাসা সমুদ্রে যায়।
পাহাড় হেসে বলল
তবুও আমার কোন দুঃখ নেই।
সাগরের কাছে গিয়ে যদি পার জিজ্ঞেস কর
তোমার কী দুঃখ নেই?
সাগর উত্তাল যৌবন এ বলে উঠবে
আকাশ কে ভালোবাসি,
আমি তারে দেখি, সে আমারে দেখে।
ভালোবাসলে দুঃখ থাকতে নেই।
বৃক্ষের নাকি দুঃখ নেই
সে রেখেছে মাটির সাথে দোস্তি
যত ঝড় তুফান আসুক
মাটির দৃঢ়তা আটকে রাখে সব দিয়ে।
সে বাতাসের দোল খাই
পাতার শব্দ গান গাই।
ভালোবাসলে স্বার্থ থাকিতে নেই
দুঃখ নিয়ে ভালোবাসা নাহি আসে
ভালোবাসা সব দিয়ে ভালোবাসতে পারে।