কত রাত তোমার জন্য জেগেছি
কত সময় তোমার আশায় পড়ে আছি
কই একবারও তো খবর নাও নি
আমি তোমায় ভালোবাসি
তাই আমার দুঃখ হয়নি
তোমার রিংটোনের সুর বাজেলে
দৌড়ে যেতাম
একটা হাসি নিয়ে ফোন ধরতাম
কত স্বপ্ন দেখিয়েছি
কতদূর গিয়েছো তুমি
সবসময় চাইতাম অনেক বড় হও তুমি
সেরা একটা জায়গায় যাও
জানতাম না যে তোমাকে ধরা এত কঠিন
তুমি তো বড় এখন
তুমি সেরা একটা জায়গায় গেলে
জানতাম না যে সেই স্থানে আমার জন্য একটু
তুমি ভালো থেকো
তোমার সফলতা নিয়ে
আমি না হয় ভুল করলাম
তোমায় ভালোবেসে