তুমি আমারে ভালোবাসবে না কেন?
আমি তো সেই কারণ খুঁজি
আমি তোমারেই ভালোবাসি
আমি কী মানুষ নয়
আমারও তো মন আছে
আমারও তো ভালোবাসতে ইচ্ছে করে
আমি তোমার ভালোবাসা প্রত্যাশী
তুমি বুঝে নাও যে
আমি তোমায় ভালোবাসি
কত স্বপ্ন কত আশা কত আবেগ
শুধু তোমায় ঘিরে
একটি বার তুমি প্রাণ খুলে বল
আমিও তোমায় ভালোবাসি
নিজের সবটুকু দিয়ে
আমি তোমার অবহেলা সহ্য করতে নাহি পারি
মায়া করে একটি বার বল
ভালোবাসি
আমি আমার হৃদয়ে তোমায় দিব ঠাঁই
সত্য করে বলতো
ভালো কী তুমি বাসবে আমায়?
বারবার সব সৌন্দর্য দেখলেই তোমাকেই মনে পড়ে যায়
তুমি ভালো কী বাসবে আমায়?