তুমি না মেধাবী
এত কিছু বুঝ
খালি আমাকেই বুঝ না
তুমি না মেডিকেল এ পড়
এত কিছু জানো এত কিছু নিয়ে গবেষণা কর
খালি আমার মন যে তোমায় ভালোবাসে
এটা তুমি কেন বুঝ না।
আমি তো রকেট সাইন্সের মতো এত কঠিন না
তুমি আমার চোখের দিকে তাকালেই বুঝ না?
আমি তোমারেই দেখলেই বুঝি
তুমি আমাকে বুঝ না
বুঝার চেষ্টাও করো না
কারণ আমি তোমার আইটেম টার্ম কিংবা ফাইনালে থাকব না
আমি থাকিব তোমার হৃদয়ে
কিন্তু হৃদয়ের সাথে তো হৃদয়ের মিল হচ্ছে না
আমি সত্যিই তোমায় ভালোবাসি
তুমি কেন বুঝ না।
তুমি না মেডিকেল এ পড়?
ফিজিওলজি বায়োকেমিস্ট্রির জিরো টু ইনফিনিটি বুঝ
খালি আামরেই বুঝ না
আমি যদি তোমার কম্পোলসারি সাবজেক্ট হতাম
আমারে কী ফেলে দিতে পারতা?
আমি তোমার অবশনালও না
কিন্তু তোমারে আমার লাগবেই
এটা তুমি বুঝ না
আমি  তোমার  ভালোবাসার কাছে অসহায়
তোমার মাঝে শারিরীক মানসিক শান্তি খুঁজে পেতে চাই
তুমি আমায় একটু ভালোবাসা দাও
আমি তোমার মাঝে বেঁচে থাকতে চাই।
শুধু তোমায় ভালোবাসতে চাই
তুমি একটু ভালোবাসবে কী আমায়?