তুমি না থাকার মত করে পাশে আছো
তোমাকে ভাবা'ই অযথাই অর্থহীন
তুমি ছায়ার মত লেগে আছো
তুমি গেঁথে আছো মস্তিষ্কে
আমি তোমাকে আসলেই চাই
না পাওয়ার প্রেষণা আঘাত করে প্রায়
এমন চিন্তায় বারবার তোমায় মনে পড়ে যায়
তুমি আছো হৃদয়ে
তাই হয়তো মিথ্যে স্বপ্নগুলো সাজাই
সত্য করে বল তো
সত্য করে বল তো
তুমি কি বাসবে আমায় ভালো?
করবে আমায় আপন?
যদি করে দাও পর
তবে তুমি হবে কঠিন এর চেয়েও ভয়ঙ্কর
পাষান মন নিয়ে থাকো তুমি
ভালবাসতে পারো নাহি হায়
আমি যে তোমায় বাসি ভালো
তার প্রতিদানে আমি তোমায় চাই
মাঝে মাঝে ভাবি
আমি যার কথা সারাদিন ভাবি
সে কি আমার মত করে সবই?