তোমারে যে নাহি পাব তা আমি জানি
তুমি পাওয়ার মতো নয়
তুমি কঠিনের চেয়ে কঠিন
তুমি তোমারে নিয়ে থাক
তুমি মানুষ নাহি বুঝ
তুমি আত্মকেন্দ্রিক
তুমি অভিযোগকারী
আমি নাকি অপরাধী
হাস্যকর হলেও এটা তোমার কাছে নাকি সত্যি
তুমি থাকো তোমায় নিয়ে
আমার অভিযোগ নাই
আমার কোন দুঃখ নাই
তুমি তোমার মতো চল
তোমার জীবন তোমার কাছে
তুমি তোমার ইগো নিয়ে বেঁচে থাক।