যদি পুনর্জন্ম বলে কিছু থেকে থাকে,
তবে আমি তোমায় অভিশাপ দিলাম
তুমি আমি হয়ে জন্মাও!

তোমায় ভালোবেসে বোকা হয়ে যাওয়া,
তোমার ভালোবাসার জন্য দিশেহারা হওয়া
মানুষটা হয়ে জন্মাও।
সে জন্মে তুমি হারে হারে টের পাও
আপন মানুষের কাছের মানুষ হতে না পারাটা কতটা যন্ত্রণার!
যে জন্মে তোমাকে বুঝিয়ে দিক
না বুঝার কষ্ট, বিশ্বাসের অবনতি কিংবা মিথ্যের সহানুভূতি

তুমি টেরপাও কয়েক'শ কথার উত্তরে ছোট ছোট মেসেজ এলে দেখতে কি বিচ্ছিরি লাগে।
সে জন্মে তুমিও বুঝতে পারো অপেক্ষা করতে হয় কিভাবে।
অবহেলার স্বাদ কেমন!
ছোটখাটো দুঃখ গুলোও কেমন ভয়ানক মনে হয়। কারো সান্ত্বনা দেওয়ার বুক হতে চেয়ে
কারো বিরক্তি হতে কেমন লাগে
তুমিও জানো খুব করে।

যদি পুনর্জন্ম বলে কিছু থাকে,
তুমি 'আমি' হয়ে জন্মে টের পাও ভালোবাসা একটা বোকা অনুভূতি
যা ভেতরটা গুঁড়িয়ে দেয়।
কারো কাছের মানুষ, আপন মানুষ না হতে পারে,
কারো ভালোবাসা পাওয়ার জন্য তাড়না
কেমন লাগে তুমিও টের পাও।
তোমাকে অভিশাপ দিলাম
তুমিও আমার মত ভালবেসে ক্ষয়ে যাও,
মরে যাও ভেতরে ভেতরে,
কারো কাঁধে মাথা রেখে তুমিও কাঁদো
এই আক্ষেপ যে
ও আমায় ভালোবাসেনি কেনো?