তোমারে হারানোর ভয়
হৃদয়ে নাড়া দেয় প্রতি সময়
জানি না কবে কী করে তোমায় পেয়েছি
তুমি আমার বন্ধু তুমি আমার সব
আমিও তোমার মতো মানুষ
ভুল যদি আমারও হয় তবে ক্ষমা চাই
তুমি দুঃসময়েও পাশে থেকো
কাছে হোক কিংবা দূরে থেকে
হৃদয়ে শক্তি বৃদ্ধি কর।
তুমি আমার বন্ধু
তুমি যদি হারিয়ে যাও
কে নিবে খবর বল?
তোমারে হারানোর ভয়
হৃদয়ে নাড়া দেয় প্রতি সময়।
তুমি অভিমান করো না
আমি যদি দুঃখ পায়
কে নিবে বল তোমার খোঁজ
তেমাকে হারানোর ভয়
হৃদয়ে নাড়া দেয় প্রতি সময়