আমার মৃত্যু হয়েছে অনেক আগে
তোমার অবহেলার কারনে
নাও নি তুমি খোঁজ
হৃদয় থেকে বেসেছিলাম ভালো
অনেক বছর কেটে গেল
অনেক মুহুর্ত পার হলো
মনে কে পড়ে নি আমায় একবারও
তুমি আমায় পর ভেবো না
রেখেছি তোমায় হৃদয়ে গহীনে।
তুমি যে আমায় বাসো না ভালো
তা না হয় না বললে
আমি যে তোমায় বাসি ভালো।
কতবার ডেকেছি তোমায়
অবহেলায় কান দাওনি তুমি
কতবার তাকিয়ে ছিলাম
চোখে পড়ে নি অবহেলায়
কতসময় অপেক্ষায় ছিলাম
দাঁড়িয়ে তো কথা বলনি
পাশ কাটিয়ে চলে যাওয়া কী আনন্দের।
আমি নাহি পারি এই অবহেলা করিতে
তুমি কীভাবে পারিলে বল
এত নিষ্ঠুর হতে?
আমারে তো ভুলে গেছ
আমিও তো হারিয়ে গেলাম অবহেলায়
নেই নি কেউ টেনে
ভালোবাসা তোমার জন্য ছিল বলে।
অবহেলা করো না
আমি তো মরেছি অনেক আগে
তোমার অবহেলার কারণে